0

পয়সা খরচ করে নামী-দামী পণ্য কেনেন? প্রয়োজন নেই! কিনতে পারেন এক বোতল নারকেল তেল আর এটা দিয়েই সেরে ফেলুন দৈনন্দিন নানান কাজ। প্রাকৃতিক এই তেলে নেই কোন পার্শ্বপ্রতিক্রিয়া। আপনি শুনলে হয়তো অবাক হবেন, কারণ আমরা অনেকেই জানিনা যে নারকেল তেল কতো ভাবে আমাদের সাহায্য করে থাকে। নারকেল তেল আপনি যে কোন সমস্যায় ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এটি একটি প্রাকৃতিক তেল যা নারকেলের নির্যাস হতে তৈরি করা হয়।নারকেল তেল আমাদের দেহে ছত্রাক, মাইক্রোবিয়াল, প্রদাহজনক সমস্যা , ব্যাকটেরিয়া, ক্যান্সার এবং ইত্যাদি আরও নানা ধরণের সমস্যা রোধ করতে সাহায্য করে থাকে। তাই সুস্থ থাকতে জেনে রাখুন নারকেল তেলের ১৫ টি ব্যবহার।
  • চেহারা থেকে বয়সের দাগ দূর করে
  •  শেভ করার পর ব্যবহার করতে পারেন নারকেল তেল
  •  মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন
  •  ফেস ওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারেন নারকেল তেল
  •  পুড়ে যাওয়া অংশেও ব্যবহার করতে পারেন নারকেল তেল
  •  বডি স্ক্রাবার হিসেবেও নারকেল তেল খুব উপকারী
  •  স্ট্রেচমার্কের দাগ দূর করে
  •  সানস্ক্রিন হিসেবেও নারকেল ভালো কাজ করে।
  •  কন্ডিশনার হিসেবে নারকেল তেল খুব ভালো
  •  তুথপেস্টও বানাতে পারেন নারকেল তেল দিয়ে
  •  ব্রনের সমস্যায়ও নারকেল তেল খুব উপকারী
  •  লিপবাম হিসেবেও নারকেল তেল খুব ভালো
  •  পাকস্থলীর আলসার সমস্যাও রোধ করা যায় নারকেল তেল দিয়ে
  •  কানের ইনফেকশন রোধ হয় নারকেল তেলে
  •  কোষ্ঠকাঠিন্যও রোধ করা সম্ভব নারকেল তেল দিয়ে

Post a Comment

 
Top