0

পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়ার ভক্তদের জন্য দুঃসংবাদ। আগামী ১০ মাস রুপালি পর্দায় মুখ দেখাবেন না পরিণীতি। তাঁর সর্বশেষ ছবি কিল দিল মুক্তির পর থেকে মাস দশেকের লম্বা ছুটি নিতে যাচ্ছেন এই বলিউড-কন্যা।

হঠাৎ পরিণীতির এই সিদ্ধান্তের কারণ কী? তিনি জানান, রণবীর কাপুর ও আলী জাফারের সঙ্গে জুটি হয়ে কিল দিল নামে যে ছবিটি করেছেন, তার পরিণতি দেখে তবেই নতুন ছবির সিদ্ধান্ত নেবেন। আর এসবেই নাকি চলে যাবে নয় থেকে দশ মাস। তাই এ সময়টুকু রুপালি পর্দায় দেখা যাবে না তাঁকে। এ সময়ে পরিণীতি কী করবেন, তা অবশ্য জানাননি। তবে জানা গেছে, করাচি ও দুবাইয়ের বান্ধবীদের সঙ্গে দেখা করতে দুই সপ্তাহের জন্য দেশের বাইরে যাবেন তিনি। 

সূত্র : ইন্ডিয়া টুডে

Post a Comment

 
Top