0

ব্যবহারকারীদের কাছে খুব একটা জনপ্রিয়তা না পাওয়ায় সম্প্রতি গ্লাসের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। অনেকেই ধারণা করেছিলেন এর মাধ্যমে একেবারেই বিদায় নিয়েছে গুগল গ্লাস। তবে গুগল নিশ্চিত করেছে, গ্লাসের দ্বিতীয় সংস্করণ তৈরিতে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল প্লাসে দেওয়া এক পোস্টে গুগলের পক্ষ থেকে জানানো হয়, "গুগল গ্লাসের নতুন ভার্সন তৈরি কাজ শেষ হলেই সেটি সবাই দেখতে পারবে।

" সেখানে আরও বলা হয়, "আমরা মনে করি, আমাদের ল্যাবটি স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আর তাই আমরা আনুষ্ঠানিকভাবে গুগল এক্স থেকে বিদায় নিচ্ছি যার মাধ্যমে গুগলে আমরা একটি পৃথক টিম হিসেবে কাজ করবো।"

পোস্টে আরও বলা হয়,"এই পরিবর্তনের অংশ হিসেবে আমরা এক্সপ্লোরার প্রোগ্রামের ইতি টানছি। এর মাধ্যমে আমরা সামনের দিকে ফোকাস করতে পারবো।" সেখানে বলা হয়, জানুয়ারির ১৯ তারিখই ছিল গুগল গ্লাসের এক্সপ্লোরার সংস্করণ সংগ্রহ করার শেষ দিন। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এ বছরেই বাজারে আস্তে পারে গুগল গ্লাসের দ্বিতীয় সংস্করণ।

Post a Comment

 
Top