0

লিউডে নাম পরিবর্তন নিত্য দিনের ব্যাপার। বিশেষ করে আগেকার আমলে নাম বদলটা যেমন ছিল একেবারে বাধ্যতামূলক। কিন্তু তাই বলে আজকের দিনে? হ্যাঁ, আজকালকার দিনেও কিন্তু বলিউডে আছে নিজের আসল নাম বদলে ফেলার হুজুগ। যেমন আপনি জানেন কি, জন আব্রাহামের আসল নাম ছিল "ফারহান আব্রাহাম"? জানেন কি প্রীতি জিনতার আসল নাম? তবে সবচাইতে মজার নামটি হচ্ছে রণভীর সিং-এর!

চলুন, জেনে নিই আরও কিছু নামজাদা তারকার আসল নামগুলো:

রজনিকান্ত
রজনিকান্ত - দক্ষিণের এই মহাতারকার আসল নাম হচ্ছে শিবাজি গায়কোয়াড়। এবং কিছু বছর আগে একটি সিনেমায় নিজের আসল নামেই অভিনয় করেছেন তিনি।

রণভীর সিং
দীপিকা পাডুকোনের প্রেমিক এই রণভীর সিং-এর আসলে নাম হচ্ছে "দিপিকা ভাবনানি"। ভাবুন একবার, ভাগ্য কি বস্তু!
 
রেখা
চির যৌবনা রেখার আসল নাম "ভানুরেখা গানেশান"।

অজয় দেবগন

তাঁর আসল নামটি হচ্ছে "ভিশাল দেবগণ"।
 
জ্যাকি শ্রফ
জয়কিষান কাকু ভাই - বলিউডের স্টাইলিশ মাস্তান জ্যাকি শ্রফের আসল নাম এটাই।
 
জন আব্রাহাম
ফারহান অ্যাব্রাহাম তার নাম পাল্টে জন অ্যাব্রাহাম নামেই খ্যাতি অর্জন করেছেন। অবশ্য জনের সাথে "জন" নামটিই যেন বেশি মানানসই ও স্টাইলিশ মনে হয়।

মিঠুন
"গৌরাঙ্গ চক্রবর্তী"- হ্যাঁ, মিঠুনের আসল নাম সেটাই!

প্রীতি জিনতা
তাঁর আসল নামখানা হচ্ছে "প্রিতম সিং জিনতা"।

Post a Comment

 
Top