দৈনন্দিন জীবনে যেহেতু আমাদের প্রতিদিন বের হতে হয় তাই হালকা মেকআপ করতেই হয়। তবে ত্বকের ধরণ বুঝে। প্রথমেই নিজের ত্বকের ধরণ বুঝতে হবে। কারণ ত্বকের ধরণ না বুঝে যদি আপনি মেকআপ করেন তাহলে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভবনা থাকতে পারে। তাছাড়া যাদের তৈলাক্ত ত্বক তারা মনে করেন যে মেকআপ করলে নষ্ট হয়ে যায় , আরও বেশি তৈলাক্ত দেখায়।
- মুখ পরিষ্কার করার পর তুলোয় অ্যাস্ট্রিনজেন্ট লোশন লাগিয়ে মুখ মুছে নিন।
- কয়েক মিনিট পর মিনিট পর ফাউন্ডেশনে একফোঁটা পানি মিশিয়ে ভিজা স্পঞ্জ দিয়ে ধীরে ধীরে মুখে লাগান। তারপর পাউডার লাগান।
- চিকবোনে আপওয়ার্ড ও আউটওয়ার্ড স্ট্রোকে ব্লাশার লাগান।
- চোখের পাতার ওপর ব্রাউন আইশ্যাড লাগান। আই ব্রো এর নীচের অংশে যে কোন হালকা রঙের আইশ্যাডো দিয়ে হাইলাইট করুন। যেমন ক্রিম কালার বা স্মোকি লুক ট্রাই করতে পারেন। আইলাইনার লাগিয়ে স্মাজ করে দিতে পারেন।
- চোখের ওপরে ও নিচের পাতায় মাসকারা লাগাবেন। ঠোঁটে হালকা রঙের কোন গ্লস লাগাতে পারেন।
Post a Comment