0
চুল লম্বা হোক কিংবা ছোট কম বেশি সবাই চুলে স্টাইল করতে পছন্দ করেন। বিয়ের অনুষ্ঠান হোক অথবা ঘরোয়া কোন পার্টি সবাই চায় চুলটি একটু ভিন্নভাবে বাঁধতে। কিন্তু ব্যস্ত এই নগর জীবনে পার্লারে যাওয়ার মত সময় কোথায়? আবার বাসায়ও এত সময় পাওয়া যায় না চুল স্টাইল করে বাঁধার। অথচ একটি সুন্দর হেয়ার স্টাইল দিতে পারে সম্পূর্ণ ভিন্ন একটা লুক। একটি স্টাইলিশ হেয়ার স্টাইল দিতে পারে এলিগেন্ট একটা লুক। হেয়ার স্টাইলে সময় বেশি লাগে বলে অনেকেই চুলে স্টাইল করতে চান না। কিন্তু যদি দুই মিনিটে দারুন এক হেয়ার স্টাইল করা যায়, তবে কেমন হয়?

অফিস শেষে পার্টিতে যেতে হবে চিন্তা নেই দুই মিনিটে করে ফেলুন এই হেয়ার স্টাইলটি। শাড়ি কামিজ অথবা গাউন সব পোশাকের সাথে বেশ মানিয়ে যায় এই হেয়ার স্টাইলটি।

নিচের ভিডিওটি দেখে নিন

১ম হেয়ার স্টাইলে যা করতে হবে:
১। তৃতীয় পনিটেল করার পর বাকী চুলগুলো দিয়ে বেনী করুন।
২। বেনীটি রোল করে একটি খোঁপা বেঁধে ফেলুন। খোঁপাটি কাঁটা দিয়ে ভাল করে লাগান।
৩। ব্যস হয়ে দ্বিতীয় হেয়ায়র স্টাইল। এটি শাড়ি সাথে দারুন মানাবে।

২য় হেয়ার স্টাইলে যা করতে হবে:
১। প্রথমে সামনের কিছু চুল পাফ করে পিছনে নিয়ে এসে পনিটেল করুন।
২। এরপর ডানপাশ থেকে কিছু চুল এবং বামপাশ থেকে কিছু নিয়ে আরেকটি পনিটেল করুন। প্রথম পনিটেলের মতে দ্বিতীয় পনিটেলের চুলগুলো ঝুঁটির ভিতর ঢুকিয়ে দিন।
৩। একইভাবে এরপর আরেকটি পনিটেল করুন।
৪। বাকীচুলো ছেড়ে দিন। ব্যস হয়ে গেল একটি হেয়ার স্টাইল।
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top