0

আবার ভাঙতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনের রেকর্ডটি। ২৯ অক্টোবর চীনা স্মার্টফোন নির্মাতা অপো ‘আর ৫’ নামে ৪.৮৫ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল। এবারে চীনের আরেক স্মার্টফোন নির্মাতা ভিভো আরও পাতলা ৪.৭৫ মিলিমিটার পুরত্বের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে।

ভিভো এবং অপো দুটি প্রতিষ্ঠানেরই মালিক চীনের বিবিকে ইলেকট্রনিকস।

ভিভো তাদের ওয়েবু পেজে সম্প্রতি ‘এক্স ৫ ম্যাক্স’ নামের অত্যন্ত পাতলা একটি স্মার্টফোন সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। স্মার্টফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে ভিভো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন ডিসেম্বর মাস থেকে বাজারে পাওয়া যাবে এটি।

এর আগে চীনের টেনা নামের একটি ওয়েবসাইটে ভিভোর নতুন স্মার্টফোনটির তথ্য প্রকাশিত হয়েছিল। টেনার তথ্য অনুযায়ী, এক্স ৫ ম্যাক্স স্মার্টফোনটিতে থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে যাতে ১০৮০ বাই ১৯২০ রেজুলেশনের পাওয়া যাবে। অক্টা কোরের ১.৭ গিগাহার্টজ মিডিয়াটিক প্রসেসর চালিত স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র‌্যাম থাকবে। স্মার্টফোনটির পেছনে ১৩ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এর আগেও পাতলা স্মার্টফোন তৈরি করেছিল ভিভো। ২০১৩ সালে ভিভোর তৈরি এক্স ৩ স্মার্টফোনটি ছিল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন।


প্রসঙ্গত, এর আগে ২৯ অক্টোবর সিঙ্গাপুরে অপো বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে ‘আর ৫’ বাজারে আনার ঘোষণা দিয়েছিল। ৪৯৯ মার্কিন ডলার দামের এই স্মার্টফোনটি ডিসেম্বর মাসে বাংলাদেশের বাজারে আসতে পারে। ৫.২ ইঞ্চি মাপের ‘আর ৫’ স্মার্টফোনে রয়েছে অক্টা কোর প্রসেসর। এর পেছনে ও সামনে ভিভোর স্মার্টফোনটির মতোই ক্যামেরা সুবিধা থাকবে।


সূত্র : প্রথম আলো

Post a Comment

 
Top