0

রুবেন পালের বয়স মাত্র আট বছর। কিন্তু এ বয়সেই সে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। আগামীকাল শুক্রবার থেকে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সাইবার-বিষয়ক সম্মেলনে বিশেষজ্ঞ হিসেবে নিজের বক্তব্য উপস্থাপন করবে সে। রুবেনের পরিবার বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই। গ্রাউন্ড জিরো সম্মেলনের আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনে বর্তমান প্রজন্মকে সাইবার নিরপত্তার দক্ষতা শেখানোর প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে কথা বলবে রুবেন। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবেন বলেছে, ‘আমি দেড় বছর আগে থেকে প্রোগ্রামিংয়ের ভাষা শেখা শুরু করেছিলাম। আমি এখন আমার নিজের প্রকল্প নিয়ে কাজ করছি। রুবেন ইতিমধ্যে প্রুডেন্ট গেমস নামের একটি গেম নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করেছে, যাতে প্রধান নির্বাহী হিসেবে কাজ করছে সে। এ বছরের আগস্ট মাসে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে সে। এর আগে যুক্তরাষ্ট্রের হাউসটনে সাইবার নিরাপত্তা সম্মেলনে নিজের কীনোট উপস্থাপন করেছিল রুবেন। ভারতের ওডিশা থেকে ২০০০ সালে রুবেনের বাবা মনো পাল যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানেই রুবেনের জন্ম হয়।

বাবার কাছ থেকে সি প্রোগ্রামিংয়ে হাতে খড়ি তার। এখন আইওএস প্ল্যাটফর্মের জন্য সুইফট প্রোগ্রামিং শিখছে সে। রুবেনের বাবা মনো পালের দাবি, এ নিয়ে চতুর্থবারের মতো সাইবার নিরাপত্তা সম্মেলনে কীনোট উপস্থাপন করতে যাচ্ছে তাঁর আট বছর বয়সী ছেলে।’

Post a Comment

 
Top