0


কোন ধরণের প্রচারনা ছাড়াই ফেসবুক চালু করলো ডিরেক্টরি সেবা 'Places'। বিভিন্ন শহরে থাকা হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল কিংবা দর্শনীয় স্থান থেকে শুরু করে আরও বিভিন্ন স্থানের তথ্য পাওয়া যাবে এই ফিচারটির মাধ্যমে। মূলত ব্যবহারকারীদের রেটিংয়ের উপর ভিত্তি করে এসকল তালিকা করবে ফেসবুক। 

একইসাথে নিকটবর্তী শহরের বিভিন্ন স্থানের তালিকাও পাওয়া যাবে এখানে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে ফেসবুক। ফেসবুক প্লেসের পাশাপাশি ফেসবুক বন্ধুকে ধন্যবাদ জানাতে চালু করেছে 'থ্যাংকস' নামক একটি ফিচারও।

Post a Comment

 
Top