চুল নিয়ে বর্তমান সময়ে সমস্যার অন্ত নেই। কারো চুল পরে তো কারো চুলের ডগা ফেটে যায়, কারো চুল রুক্ষ আবার কারো তৈলাক্ত। আসলে এখনকার পরিবেশ দূষণ এবং চুলে যথেচ্ছা সিনথেটিক প্রসাধনীর ব্যবহার ইত্যাদি চুলের ক্ষতির মুল কারণ। তাই আমরা সেসব কৃত্রিম পণ্যতে না গিয়ে চুলের রুক্ষতা দূর করতে একটি হারবাল প্যাক ব্যবহার করবো।
উপাদান যা লাগবে:
• এক চামচ নারকেল তেল
• এক চামচ ক্যাস্টর অয়েল
• এক চামচ গ্লিসারিন
• এক চামচ ভিনেগার
• এক চামচ শ্যাম্পু
• একটি পাকা কলা
• এক চামচ মধু
উপরোক্ত উপাদানগুলো ভালকরে মিশিয়ে নিন। প্রয়োজনে ব্লেন্ড করে নিতে পারেন।এরপর উক্ত মিশ্রণটি চুলে লাগিয়ে এক ঘন্টা রাখুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগান। সপ্তাহে একবার করে এটি ব্যবহার করলে দেখবেন চুলের রুক্ষতা দূর হয়ে চুল স্বাভাবিক হয়ে এসেছে।
সূত্র : রুপ কেয়ার