0
 লিভার সিরোসিস লিভারের একটি দীর্ঘমেয়াদী রোগ। এই রোগের ফলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে।অনেক ক্ষেত্রেই লিভার সিরোসিসে আক্রান্ত রোগীকে লিভারের ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায়।ভয়াবহ সমস্যা হচ্ছে লিভার সিরোসিসে আক্রান্ত রোগী বহু বছর পর্যন্ত কোনো রকম রোগের লক্ষণ ছাড়াই স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। প্রাথমিক পর্যায়ে লিভার সিরোসিস অর্থাৎ কম্পেনসেটেড সিরোসিসে আক্রান্ত ব্যক্তির মধ্যে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। সমস্যা শুরু হয় যখন রোগটি মারাত্মক পর্যায়ে যায় অর্থাৎ ডিকম্পেনসেটেড বা অ্যাডভান্সড সিরোসিসে আক্রান্ত হয়ে যায়। তাই নিচের লক্ষণগুলোর কোনোটি দেখা গেলে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হোন।

 
প্রাথমিক পর্যায়ের লিভার সিরোসিস অর্থাৎ কম্পেনসেটেড সিরোসিসে আক্রান্তের লক্ষণঃ
১) দুর্বলতা অনুভব করা
২) সহজেই ক্লান্ত হয়ে পড়া
৩) দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত পড়া
৪) পেটের ডান পাশে ব্যথা হওয়া
৫) জ্বর জ্বর ভাব হওয়া
৬) ঘনঘন পেট খারাপ হওয়া ইত্যাদি।

মারাত্মক পর্যায়ের লিভার সিরোসিস অর্থাৎ ডিকম্পেনসেটেড বা অ্যাডভান্সড সিরোসিসে আক্রান্তের লক্ষনঃ
১) পায়ে-পেটে পানি চলে আসা
২) জন্ডিস হওয়া এবং রোগী অজ্ঞানও হয়ে যেতে পারেন
৩) রক্তবমি ও পায়খানার সঙ্গে রক্ত যাওয়া
৪) ফুসফুসে পানি আসা
৫) কিডনি ফেইলিউর
৬) শরীরের যেকোনো জায়গা থেকে অতিরিক্ত এবং নিয়ন্ত্রণবিহীন রক্তপাত ইত্যাদি।

সূত্রঃ ওয়েবএমডি.কম

Post a Comment

 
Top