টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করবার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে। শীতকাল হোক আর গরমকাল, খুসখুসে কাশি একবার ধরে ফেললে সহজে ছাড়তে চায় না। ওষুধপত্রেও সহজে কাজ হতে চায় না। তবে ঘরোয়া উপায়ে বেশ সহজেই এর প্রতিকার করা সম্ভব। কীভাবে? জেনে নিন কৌশলটি।
এজন্য আপনার প্রয়োজন হবে দারুচিনি গুঁড়া এবং সরিষার তেল। এক চা চামচ দারুচিনি গুঁড়ার সাথে পরিমাণমতো সরিষার তেল মিশিয়ে গলা ও বুক প্রলেপ লাগিয়ে রাখুন। কাশি সেরে যাবে খুব দ্রুত।
এজন্য আপনার প্রয়োজন হবে দারুচিনি গুঁড়া এবং সরিষার তেল। এক চা চামচ দারুচিনি গুঁড়ার সাথে পরিমাণমতো সরিষার তেল মিশিয়ে গলা ও বুক প্রলেপ লাগিয়ে রাখুন। কাশি সেরে যাবে খুব দ্রুত।
Post a Comment