0

একজন শিশুর শিক্ষার প্রথম স্থান হচ্ছে তার পরিবার। সে প্রথম জীবনে যা শিক্ষা পায় তা সবই তার পরিবার থেকে। তার মানসিকতার মূল গঠন হয় পরিবার থেকেই। বিশেষ করে মায়ের কাছ থেকে একটি শিশু তার পুরো জীবন গঠনের শিক্ষা পেতে পারে। এবং তা ছোটবেলা থেকে শিখিয়ে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন একজন মা-ই। এই শিক্ষাগুলো ছোটবেলা থেকে দিয়ে গড়ে তুলতে পারলে একজন পুরুষ হিসেবে নয় একজন ভালো মানুষ হিসেবেও শিশুটি বড় হতে পারবে।
  •  প্রতিটি মা তার ছোট্ট ছেলে শিশুটিকে খেলতে খেলতেই শেখাতে পারেন নিয়ম মেনে কাজ করা, হারার পরও তা নিয়ে মন খারাপ না করে নতুন করে সামনে এগিয়ে চলা, টিম হয়ে কাজ করা, ঝামেলা মুক্ত থাকা, সময়ানুবর্তীতা ইত্যাদি।
  •  একজন মা তার ছেলেকে শেখাতে পারেন সম্পর্কে থাকা মেয়েটিকে কষ্ট না দেয়া, তার সাথে এমন কোনো ভুল না করা যা সে কখনোই শোধরাতে পারবে না।
  •  যখন যে বাথরুম করবে তখন তার লক্ষ্য নির্দিষ্ট করা, কারণ তা না হলে সেই ময়লা জিনিসটি অন্য কারোকে পরিষ্কার করতে হতে পারে। এতে করে মাটি তার ছেলেকে শেখাতে পারবেন অন্যের কাজ না বাড়িয়ে তাকে সাহায্য করার ক্ষমতার ব্যাপারটি।
  • মা তার আদরের ছেলেটিকে শেখাতে পারেন সঞ্চয়ের বিষয়টি। কারণ কোনো না কোনো দিন এই সঞ্চয়ের বিষয়টিই অনেক সাহায্যে আসবে।
  • মা তার ছেলেটিকে ছোটোবেলা থেকেই শেখাতে পারেন ঘরের কিছু কাজকর্ম। যাতে করে তার মাথায় এই বিষয়টি না আসে যে ঘরের কাজকর্ম সম্পূর্ণই মেয়েদের কাজ।
  •  মা তা ছেলেটিকে শেখাতে পারেন নিজের প্রভুকে স্মরণ করা এবং প্রার্থনার বিষয়টি।
  •  অযথা ঝগড়া বা মারামারিতে না জড়ানো, কাউকে কথা দিয়ে ছোটো না করার শিক্ষা একজন ছেলেকে তার মা-ই শেখাতে পারেন। অবশ্য কেউ ইচ্ছে করে ঝামেলা বাধাতে এলে নিজেকে রক্ষা করার বিষয়টির প্রতিও নজর দেয়ার বিষয়টি মা শেখাতে পারেন।
  •  মা শেখাতে পারেন তার ছেলেদের, তার বিদ্যা বুদ্ধি এমন একটি জিনিস যা অন্য কেউ তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না কখনোই।
  • একজন মা-ই তার ছেলেকে নারীদের শ্রদ্ধা ও সম্মান করার ব্যাপারটি ভালো করে শিখিয়ে দিতে পারেন।
  •  মানসিক দিক দিয়ে দৃঢ় এবং ব্যাবহারে সুমিষ্টতা শেখাতে পারেন ছেলেকে তার মা-ই।
  • একজন মা তার ছেলেকে শেখাতে পারেন, ‘একজন নারী পুরুষের মতোই সকল কাজ করতে পারেন, তারা নিজের ক্যারিয়ারে সফলতাও আনতে পারেন, সেই সাথে নিজের ছোট্ট শিশুর ডায়াপারও রাত ৩ টার সময় পরিবর্তন করতে পারেন। পারস্পরিক বোঝাপড়াই সুখী সম্পর্কের মূল শর্ত’।
  • একজন মা তার ছেলেকে শিক্ষা দিতে পারেন গোপন অঙ্গ সম্পর্কে। এই গোপন অঙ্গ অনেক স্পর্শকাতর স্থান, শুধুমাত্র ছেলে বলেই রাস্তাঘাটে গোপন অঙ্গ চুলকানোর বিষয়টি ঠিক নয়।

Post a Comment

 
Top