0

কিডনি রোগ এখন আর কারো অপরিচিত নয়। অন্যান্য কিছু কঠিন রোগের মধ্যে কিডনি রোগও অন্যতম। পৃথিবীতে অসংখ্য মানুষ ভুগছে কিডনি রোগে। কিন্তু অনেকেই এই কঠিন রোগ এর লক্ষণগুলো বুঝতে পারেন না। এবং কিডনি রোগ হয়ে থাকলেও রোগী বলতে পারেন না। এমন করে খুব দেরি হয়ে যায় বলে শেষ পর্যন্ত মানুষকে আর বাঁচানো যায়না। তবে কিডনি রোগের নির্দিষ্ট কোন বয়সসীমা কিংবা কোন লিঙ্গভেদ নেই। যেকোন বয়সেই যে কোন লিঙ্গের মানুষেরই দেখা দিতে পারে কিডনি সমস্যা। তাই অন্তত নিজে যেন এই অসুখের লক্ষণগুলো বুঝতে পারেন তাই জেনে রাখুন লক্ষনগুলো সম্পর্কে।
  •  অনিদ্রায় ভোগা এই রোগের প্রথম লক্ষণ।
  •  দেহের হাত, পা, পায়ের পাতায় পানি এসে ফুলে থাকে এবং চোখের চারপাশেও ফুলে থাকা।
  • পেশাবের সাথে রক্ত আসা কিংবা পেশাবের রং লাল বর্নের হওয়া।
  •  রাতে খুব ঘন ঘন পেশাব হওয়া ।
  •  দেহ ক্লান্তও উদাসীন লাগা।
  •  ক্ষুধা কমে যাওয়া।
  •  ঘন ঘন মাথা ব্যথা হওয়া।
  • শরীর ও মাংসপেশি ব্যথা করা।
  •  হাই ব্লাড প্রেশার ও দেহে রক্তশুন্যতা সমস্যা।
  •  শ্বাস কষ্ট হওয়া, হার্টবিট কমে যাওয়া, চেহারা ফ্যকাশে হয়ে যাওয়া, মানসিক বিভ্রান্তি দেখা দেওয়া, কামশক্তি কমে যাওয়া, দাহের চামড়া হলুদ বর্ণের হয়ে যাওয়া এগুলোও কিডনি রোগের অন্যতম লক্ষন।

তথ্য সূত্রঃ health24.com, Kidney disease: are you at risk? হতে অনুপ্রানিত

Post a Comment

 
Top