স্ত্রী সুজানার সাথে ডিভোর্সের মাস পেরুতে না পেরুতেই বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশনকে নিয়ে নতুন করে সম্পকের্র গুঞ্জন শোনা যাচ্ছে। বিদেশি কোনো এক তারকার সাথে বলিউডের এ অভিনেতার প্রেমের গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। কয়েকদিন আগে নতুন করে গুঞ্জন ছড়িয়েছিল যে, বিউটি কুইন এষা গুপ্তা নাকি এই সুপারস্টারের প্রেমে পড়েছেন।
সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে এক সাথে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছিলেন এই তারকা জুটি। ওই গুঞ্জন মুছে যেতে না যেতেই ফের আরেকটি নারীর সাথে মুম্বাইয়ে এক থিয়েটার শোতে দেখা গেছে হৃতত্বিককে। থিয়েটারে উপস্থিত দর্শকদের মতে, তারা দু'জন একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। জিন্সের সাথে কালো রংয়ের টিশার্ট এবং মাথায় টুপি ছিল হৃত্বিকের। তার ডান হাত সিলিংয়ে আটকানো ছিল।
সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে এক সাথে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছিলেন এই তারকা জুটি। ওই গুঞ্জন মুছে যেতে না যেতেই ফের আরেকটি নারীর সাথে মুম্বাইয়ে এক থিয়েটার শোতে দেখা গেছে হৃতত্বিককে। থিয়েটারে উপস্থিত দর্শকদের মতে, তারা দু'জন একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। জিন্সের সাথে কালো রংয়ের টিশার্ট এবং মাথায় টুপি ছিল হৃত্বিকের। তার ডান হাত সিলিংয়ে আটকানো ছিল।
দেখা যাক, হৃত্বিক শেষ পর্যন্ত কার সাথে পুনরায় পাকাপাকিভাবে সম্পর্কে জড়ান কিনা। না বাকি জীবন একাই কাটিয়ে দেন।
সুত্র : ইন্ডিয়া টুডে
সুত্র : ইন্ডিয়া টুডে
Post a Comment