0

 বেশকিছু মাস আগে বলিউডের বাদশা কিং খানের নাম করে ট্যুইটারে বলিউডের বিভিন্ন নায়ক-নায়িকাদের প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি।  এবার বলিউডের বেশ কয়েকজন নায়িকা পরিণীতি চোপড়া, কারিনা কাপুর ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ট্যুইটারে অশ্লীলকর মন্তব্য করেন তিনি। যে মন্তব্যে কিম কার্ডেশিয়ানর প্রতি তার প্রশংসা চরমভাবে ফুটে উঠেছে।  বলিউড সুন্দরীদের প্রতি করেছেন অনধিকার-কুরুচিকর চর্চা।  তবে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, সমস্ত বলিউডের তরফ থেকে ট্যুইটারে মুখ খোলেন সোনাক্ষি সিনহা। যেখানে সোনাক্ষি লিখেন, কামাল রশিদ খানকে চড় মারা উচিত কিন্তু কুরুচিকর চর্চা করার জন্য এখন পর্যন্ত কোনো রকম ক্ষমা চাননি কামাল রশিদ।

Post a Comment

 
Top