হৃতিক রোশন বা জন আব্রাহামকেও তো রাখতে হবে বিবেচনায়। তেবে খানে-খানে লড়াই হবে কী ? শাহরুখ খান কি ছাড়িয়ে যেতে পারবেন এঁদের না লড়াইটা জমতে পারে যশরাজের ময়দানে। ধুম ৪-এ দেখা যেতে পারে শাহরুখ খানকে। তাই জন্মদিনে ভালোই চমক দিলেন শাহরুখ। ধুম ৪-এ মুভিতে অভিনয় করার জন্য নাকি উদগ্রীব হয়ে আছেন তিনি। যশরাজ ফিল্ম থেকেই ডাকা হচ্ছে না তাঁকে কথাটা তিনি মজা করে বললেও ভক্তরা তো আশায় বুক বেঁধেছে । নায়কের চেয়েও খলনায়ককে বড় করে তোলার জন্য ধুম সিরিজের সিনেমাগুলো বিখ্যাত । আর শাহরুখ খান বলিউডে জায়গা পাকা করেছেন খলচরিত্রে অভিনয় করেই। পরের ধুম-এ তাই শাহরুখকে দেখাটা হতে পারে দারুণ এক অভিজ্ঞতা। যশরাজ ব্যানারে এখন ফ্যান ছবিটিতে অভিনয় করছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Post a Comment