I Phone |
আইফোন ও আইপ্যাডে ‘ওয়্যারলারকার’ নামের একটি ম্যালওয়্যার ছড়িয়ে পড়েছে। ম্যালওয়্যারটি ইতিমধ্যে সাড়ে তিন লাখ যন্ত্রের অপারেটিং সিস্টেমকে আক্রমণ করেছে। ‘ওয়্যারলারকার’ ম্যালওয়্যারের বেশিরভাগ ভুক্তভোগী চীনা নাগরিক। যুক্তরাষ্ট্রভিত্তিক নেটওয়ার্ক নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান পালো আলটো নেটওয়ার্কসের দাবি, অনুমোদিত অ্যাপ স্টোরের বাইরের কেনো উৎস বা থার্ড-পার্টির অ্যাপ্লিকেশন ডাউনলোডের ফলে অ্যাপলের ডেস্কটপ ও মোবাইল অপারেটিং সিস্টেমচালিত যন্ত্রে ম্যালওয়্যার আক্রমণ ঘটেছে, যা ব্যক্তিগত তথ্য চুরির মতো কাজ সম্পাদন করতে পারে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গবেষক রায়ান ওলসন জানিয়েছেন, এরই মধ্যে ৪০০টি ম্যালওয়্যারযুক্ত অ্যাপ্লিকেশন সাড়ে তিন লাখ বার ডাউনলোড হয়েছে। অ্যাপলের আইওএস এবং ওএসএক্স অপারেটিং সিস্টেমে সাধারণত যেসব ম্যালওয়্যারের দেখা মেলে ‘ওয়্যারলারকার’ তার চেয়ে সম্পূর্ণ আলাদা। এটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে ম্যাক কম্পিউটার থেকে আইফোনে ছড়াতে পারে। এটি আক্রমণকারীর কন্ট্রোল সার্ভার থেকে প্রতিনিয়ত আপডেট করার জন্য আক্রান্ত ডিভাইসে অনুরোধ পাঠাতে থাকে। ধীরে ধীরে এই ম্যালওয়্যারটি আরও জটিল রূপ নিচ্ছে। অবশ্য এর নির্মাতার উদ্দেশ্য পরিষ্কার নয় বলেই গবেষকেরা ধারণা করছেন।
তবে আক্রমণকারী চাইলে যেকোনো সময় অ্যাপল আইডিসহ গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে এই ম্যালওয়্যার। গবেষক ওলসন সতর্ক করে বলেছেন, এই ম্যালওয়্যারটি একবার আইফোনে ঢুকে পড়লে তা প্রচলিত কম্পিউটার ভাইরাসের মতো আইফোনে থাকা অ্যাপগুলোকেও আক্রমণ করে। অনুমোদিত অ্যাপ স্টোরের বাইরে কোনো অ্যাপ ডাউনলোডের আগে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
Post a Comment