0

অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন তিনি আর কখনও সামাজিক মাধ্যম ব্যবহার করবেন না। সম্প্রতি এই তারকার নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যম ব্যবহারের নেতিবাচক প্রভাব তার ভেতর স্পষ্ট ছাপ ফেলে যার কারণে তিনি এরকম একটি সিদ্ধান্ত নেন। সূত্রমতে, ব্রিটিশ রেডিও স্টেশনের সাথে কথা বলাকালে ২৪ বছর বয়সী এই তারকা জানান তিনি তার সব অ্যাকাউন্ট বন্ধ করে ফেলবেন। তিনি আরও পরিষ্কার করে বলে দেন, কেউ যদি দেখতে পান আমার নামে ফেসবুক, ইন্সট্রাগাম বা টুইটারে অ্যাকাউন্ট রয়েছে, সেটা নিশ্চিতভাবেই আমি নই। 

অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী এই তারকা আরও জানিয়েছেন, তিনি টুইটারেও অ্যাকাউন্ট করবেন না, কারণ তিনি এর ব্যবহার জানেন না। তাছাড়া তিনি ই-মেইলেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না।   সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Post a Comment

 
Top