0

নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য হরেক রকমের স্বর্ন,অলংকার, পরে থাকেন।  আর এবার এটি যদি হয় কোন এক স্মার্টপণ্য । অবাক হবার মত কিছু নয় বর্তমানে এরকম অনেক স্মার্টপণ্য বাজারে পাওয়া যায়। তবে নারীবান্ধব স্মার্টপণ্য তেমনটা দেখা যায় না। তবে কিকস্টার্টার নারী বান্ধব স্মার্টপণ্য তৈরির উদ্যোগ নিয়েছে। ইয়ার-ও-স্মার্ট নামে তারা স্মার্ট জুয়েলারি তৈরির উদ্যোগ নিয়েছে। ইয়ার-ও-স্মার্ট হচ্ছে একজোড়া স্মার্ট কানের দুল যা ব্যবহারকারীর স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযোগ রক্ষা করবে। এটি ব্যবহারকারীর হার্ট রেট, ক্যালরি ও কার্যকারিতার মাত্রা পর্যবেক্ষণ করবে। এটি দেখতে ছোট ও সাধারণ কানের দুলের মতো। তবে ছোট হলেও এর ভেতরে সব সেন্সর রয়েছে। ফিটনেস ব্যান্ডে যে পিপিজি  (ফোটোপ্লোইসমোগ্রাম) প্রযুক্তি ব্যবহার করা হয় সেটিই ব্যবহার করে এই স্মার্ট কানের দুল ব্যবহারকারীর রক্তের প্রবাহ মেপে হার্ট রেট সংগ্রহ করবে।    সূত্র: ইয়াহু নিউজ।

Post a Comment

 
Top