টুইটারে নিত্যনতুন কাণ্ড ঘটিয়ে নিয়মিতই আলোচনায় থাকছেন তিনি। এবার টুইটারে পাওয়া গেল তাঁর আরও একটা নমুনা। হঠাৎ করেই টুইটার অ্যাকাউন্টে নিজের নাম বদলে ফেলেছেন ‘হ্যাপি নিউ ইয়ার তারকা । টুইটারে দীপিকার ফলোয়াররা আশ্চর্য হয়ে আবিষ্কার করেছেন দীপিকা পাড়ুকোন নাম বদলে লীলা হয়ে গেছেন। ঘটনা কী ? জানা গেল তাঁর টুইট থেকে। রামলীলা ছবির এক বছর উদ্যাপন করতেই এই নাম বদল। দীপিকা লিখেছেন ধন্যবাদ স্যার (সঞ্জয় লীলা বানসালি) আমাকে জীবনের সেরা অভিজ্ঞতাটা দেওয়ার জন্য।
সূত্র : জি নিউজ।
Post a Comment