0
Vadakari Movie, Photo, Sunny Photo
 
সানি লিওন মানেই অন্যরকম হট টপিক। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন এই সাবেক পর্নস্টার। প্রথম থেকেই খোলামেলা সানিকেই দেখতে অভ্যস্ত সিনেপ্রেমীরা। পুরুষ হৃদয়ে মায়া ছড়াতে বছর দুয়েক আগে হিন্দি ছবিতেও পা রেখেছেন লাস্যময়ী সানি লিওন। এবার হিন্দির পর তামিল ছবিতে খোলামেলা পোশাকে আসতে চলেছেন তিনি। মিলাপ জাভেরি পরিচালিত ভাদাকারি সিনেমাটিতে একটি আইটেম নাম্বারের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে তাঁকে।
 
সম্প্রতি এই সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং হয়েছে। যেখানে টু-পিস পরে থাইল্যান্ডের পাতায়া বিচে গাড়ি পরিষ্কার করতে দেখা যাবে সানিকে। শুটিং শেষ হয়ে যাওয়ার পর বিকিনি পরে তাঁর গাড়ি পরিষ্কার করার ছবি নিজেই ট্যুইটারে পোস্ট করেন সানি। সাথে লেখেন, এই দৃশ্যে সুন্দর করে নিজেকে উপস্থিত করতে আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। তাই ছবিটি আমি আমার ফ্যানদের জন্য ট্যুইটারে পোস্ট করলাম।
 
অবশ্য তুষার কাপুরের সাথে আগামী ছবি মাস্তিজাদে-তেও একাধিক বিকিনি সিন রয়েছে সানির। ইতিমধ্যে ইন্টারনেটে মাস্তিজাদের যে পোস্টার পোষ্ট করা হয়েছে, সেখানেও সানিকে গোলাপি বিকিনিতেই দেখা যাচ্ছে।
 
ছবি : টুইটার

Post a Comment

 
Top